কবিতা, আমার নাস্তিক সত্তা


আমার নাস্তিক সত্তা
                  মোঃ জমির হোসেন পারভেজ

ইদানিং আমার দুরন্ত অন্তঃকরণ
নাস্তিকতার দৃঢ় আচরণ করছে
মনে হয় নাস্তিক সত্তা আমার মনের প্রকোষ্ঠে
সময়ের গতিশীল অস্তিরতার পেষণে
পেষিত মন দ্রোহির রক্ত মাংসের ভ্রুনে
দিন দিন অন্তঃসত্তা হয়ে সগৌরবে
অঙ্কুরিত হচ্ছে।

নাস্তিক ভ্রুন সুস্থ অবয়বে
মন- মানসিকতার অন্ধ গহ্বরে অগোচরে বাড়ছে
আমি অবসন্নে অন্তঃসত্তা নারীর প্রতিমূর্তিতে
নাস্তিক সত্তার বীভৎস ভার বহন করছি,
এ নাস্তিক সত্তা জীবনের পূর্ণতার সানুতে দাঁড়িয়ে
প্রলয় সিঙ্গার গর্জনে আমার সধর্ম নাশতে আসে
আমি স্তব্দ ভীত বিচলিত
নাস্তিকতা আর আস্তিকতার রণক্ষেত্রে দু'টি পতাকা উড়ছে পৎ পৎ করে
ধূসর আকাশ নির্বাক দর্শক, আমি রঞ্জিত রণ ক্ষেত্র
দু' সত্তার নিপীড়নে নিপীড়িত
কত কেঁদেছি মুক্তির প্রয়াস চিত্তে
তার পৈশাচিক ভ্রুন ধার্মিকের মানসিকতা
অন্তঃসত্তা করে নব সত্তা প্রসব করার পূর্বে
নাস্তিক দানবকে বলি দিতে এসেছি নিভৃতে
আজ তার বলি উৎসব।

Share this

Related Posts

Previous
Next Post »

:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
:-?
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
$-)
(y)
(f)
x-)
(k)
(h)
cheer